তাক ভরা বইয়ের জগত







লাইব্রেরীর [ কথা ] [+/-]

    কাঠ্‌পেন্‌সিলের নদী সংখ্যায় আমরা "কাটুমের বাড়ী" নামের একটি গল্প ছাপাতে চেয়েছিলাম। গল্পটি আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে ক্লাশ থ্রি বা ফোর-এ পাঠ্য ছিলো। কিন্তু অনেক খুঁজেও অমন একটা পরিচিত গল্পের কোনো কপি পাওয়া গেল না। এ বিষয়টি নিয়ে মেহেদি নদী সংখ্যায় একটা মজার রিপোর্ট ও লিখেছিলো। তোমরা যারা সেটা পড়েছো তারা নিশ্চয় ওর আঁকা কাঠ্‌পেন্‌সিল টীমের নাস্তানাবুদ হবার কার্টুনগুলা ও দেখেছো।  যাই হোক, ওই ঘটনার পর থেকে আমরা টের পেলাম পুরানো- নতুন সমস্ত বইয়ের সংগ্রহ ও সংরক্ষণ কত জরুরী। সেই থেকে আমাদের একটা লাইব্রেরী করার ইচ্ছে হলো, আরকাইভ ও বলা যেতে পারে। আপাতত আমরা এর কাছে চেয়ে, ওর কাছে অনুরোধ করে বই যোগাড় করছি। বিশেষ করে পুরোনো বই, সেই যে একসময় রাশিয়া বা চীনের অতি লোভনীয় কিছু বই ছিলো! বা রাহাত খান, আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিনের মজার মজার গল্প প্রবন্ধ ছিলো... সেসবের দিকেই আমাদের ঝোঁক বেশি। তাই বলে বাকিগুলো বাদ নয়, সব বাচ্চাদের বই বা লেখা আমরা যোগাড় করে ফেলতে চাই। এবং ইচ্ছে আছে সবগুলোই ডিজিটাল ফরমেটে আরকাইভ হিসাবে রেখে দেবার, যাতে "কাটুমের বাড়ী"র মতো কোনো গল্প হাওয়া হয়ে না যায়। জানি যে স্ক্যান করে ফেলার বিষয়টি নিয়ম বহির্ভূত হবে, তবে আশা করি সংশ্লিষ্ট যারা তারা বুঝবেন যে আমাদের উদ্দেশ্য মোটেও বাণিজ্যিক নয়, বরং আদর্শগত।  সবার কাছেই সাহায্যের খোলাচিঠি পাঠালাম। কিছু বই দান করলে বা কোনো স্ক্যান করা বই আমাদের কাছে পাঠিয়ে দিলে তা আমরা আমাদের লাইব্রেরীর সেলফে যত্ন করে রেখে দিবো এবং অবশ্যই তাদের "দানবীর" হিসাবে স্বীকার করে নিবো।


বইয়ের [ লিস্টি ] [+/-]

    under construction


যে বই [ ডিজিটাল ] [+/-]

    under construction


যারা [ দানবীর ] [+/-]

    under construction

disclaimer