আরেকটি বই মেলা শেষ হোল। মানে, আরেকটি বই মেলার অপেক্ষা শুরু হোল, মহা উৎসাহে আরেকটি বছরের পরিকল্পনা করা শুরু হোল। আবার এ ও বলা যায়, বোধহয় আরেকবার বছর শেষে "ধুর! কিছুই তো হোল না" ভাবার প্ল্যাটফর্ম তৈরী হোল।
তবে প্রতিবারের মতই এবারও ভাবছি এ বছরটা অন্য রকম হবে, অনেক কিছু হবে। অনেক অনেক পরিকল্পনা আছে (যেটাও প্রতিবছর থাকে, এ ও নতুন কিছুনা।)সেগুলো বাস্তবায়ন করার প্রবল ইচ্ছেটাও আছে (আশা করি এই লাইনটার শেষে "আপাতত" শব্দটি আপাতত জুড়ে দিতে হবেনা)। সময়ে সবই হবে আশা করি। ধীরে ধীরে সবই জানাবো, আজকের মত বইমেলার দুটি ছবি এখানে সেঁটে দিলাম। ছবি দুটি বইমেলার উন্মাদ স্টলের সামনে দাঁড়িয়ে তোলা, এমন একটা ভাব যেনো কাঠ্পেন্সিলের এবারের বইগুলোর মোড়ক উন্মোচন হচ্ছে। আবার এমন ভাব ও আছে... যেন আকাশ ছোবার ইচ্ছেটাই আমাদের প্রধান!
যাই হোক এবারে কাঠ্পেন্সিলের যে বইগুলো বেড়িয়েছে সে গুলো হোল...
"গোবরা গোটা"
"লিউটন ১" ও "লিউটন ২"
"রাজকন্যা ও শুক"
"অরিগামী অভি্যান"
এবং "গল্পবাজ পাখিরা যাদের একটি নৌকা ছিলো"
একটু অপেক্ষা করলে দুদিন পরে একে একে বইগুলার বিস্তারিত এই ব্লগেই জানা যাবে।
0 comments:
Post a Comment