Friday, April 13, 2012

কাঠ্‌পেন্‌সিল ঘটনাঃ শিশুতোষ গল্প লেখা ওয়ার্কশপ

গত বছর (২০১১) জুলাই মাসে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাথে কাঠ্‌পেন্‌সিলের একটি তিন দিন ব্যাপী ওয়ার্কশপ হয়। উদ্দেশ্য ছিল দ্বিমুখী... প্রথমতঃ একটি ছোট্ট গল্প সাঁজানোর পেছনেও যে অন্যান্য যেকোন ডিজাইন কাজের মত বেশ বড় একটা চিন্তা ও কম্পজিশনের বিষয় আছে সেটা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জানানো, এবং দ্বিতীয়তঃ গল্প বানানোর মজায় মেতে উঠে নতুন নতুন আইডিয়ার একটা চর্চা করে ফেলা। ইচ্ছে ছিল ওয়ার্কশপের গল্পগুলোর থেকে বাছাই করা একটি গল্প সুন্দর ছবি এঁকে ২০১২ এর বইমেলাতেই ছাপিয়ে ফেলবো, কিন্তু খানিকটা আলসেমি আর খানিকটা আর্থিক জটিলতায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তবে ইচ্ছেটি শেষ হয়ে যায়নি, কাঠ্‌পেন্‌সিলের এবছরের কাজের তালিকায় প্রথম দিকেই সেটি আছে।

প্রায় ৩৫টি ছেলেমেয়ে অয়ারকশপে অংশ নিয়েছিল এবং ৬টি গ্রুপে ভাগ হয়ে গল্প লিখেছিলো। গ্রপগুলোর তারা আবার মজার মজার নামও দিয়েছিলো... যেমন- চকোমুড়ি, ইত্যাদি। আর গল্পগুলিও মজার ছিল, সময় পেলে কোন এক ফাঁকে এখানে তুলে দিবো। আপাততঃ তিনদিনের ছবির এ্যালবামটি এখানে তুলে দিলাম।



0 comments:

Post a Comment

disclaimer