আজ শনিবার। শনিবারটি মূলত কাঠ্পেন্সিলের দিন। অর্থাৎ এইদিনটিতে সন্ধ্যাবেলায় সাধারনত আমরা কাঠ্পেন্সিলের সাপ্তাহিক মীটিং বসাই। অথবা বলা যায়, শনিবার আমাদের আড্ডা মারার দিন। তবে এই বইমেলায় আমাদের বেশ কয়েকটি বই বের হবার পর সবার মধ্যেই একটু উৎসাহ উৎসাহ ভাব... তাই আমরা ঠিক করেছি এবার থেকে আড্ডাটাকে একটু ফরমাল করা যাক...
সেই হিসাবে আজ, ১০ ই মার্চ, ২০১২ থেকে আমরা ঠিক করেছি প্রতি শনিবার কাঠ্পেন্সিলের নিয়মিত (রীতিমত) অফিস হবে, ঠিক যেমনটি যে কোন প্রতিষ্ঠানের অফিস হয়, তেমনি...(যদি সম্ভব হয় সকাল ১১টা থেকে শুরু, "সম্ভব" শব্দটি এখানে জুড়ে দিলাম এইজন্য যে অধিকাংশ সময়ই ১১টার আগে কারো ঘুমই ভাঙতে চায়না...!)। অফিসিয়ালি অফিস কিন্তু শুরু হয়ে গেছে... এই যেমন এই খবরটি এখন অফিসে বসেই পোস্ট করছি... :)
যাই হোক, যারা জানোনা, তাদের বলছি... কাঠ্পেন্সিলের অফিসটির ঠিকানা হলো...
বাড়ি ৩৭-৩৯, রোড-৮, ব্লক- খ, মোঃপুর পিসি কালচার হাউজিং সোসাইটি, শেকের টেক, মোঃপুর ঢাকা ১২০৭ (নীচের তলা, ডান দিকে প্রথম ফ্ল্যাট)। অফিসটি সবার জন্যই খোলা, গল্প করার জন্য যে কেউ যে কোন সময় চলে আসতে পারো। আর গল্পচ্ছলে যদি কিছু কাজ হয়ে যায়, তো মন্দ কি...?
1 comments:
যে কেউ মানে আমিও...তবে আসব।
Post a Comment