Tuesday, May 1, 2012

ধ্রুবদা'র বই

এই বই গত বছর ধ্রুবদা'র থেকে আমাদের কাঠপেনসিলের জন্যে আনা। শেষ মূহুর্তে আমাদের স্টল পাওয়া অনিশ্চিত হওয়াতে এটা আর শুরু করা হয়নি। আজ ছুটির দিনে একটানে গোটা লেয়াউট শেষ করলাম। ভাবছি এটা প্যাস্টেলে করব। ডিজিটাল করতে করতে ঘরের সব রঙ এ ছাতা পড়ে যাচ্ছে।

2 comments:

mithun said...

মেহেদী,১৪ পাতা হয়েছে- কভার বাদ দিয়ে। পোস্তানিসহ কি ১৬ পাতা হিসাব করছো? কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্ট পারফেক্ট। হাতি আর পিঁপড়ার স্কেলের বিষয়টা একটু চিন্তা করতে পারো। গল্পটা আমি পুরাপুরি মনে করতে পারছিনা, তাই স্কেলের বিষয়টা বুঝতে পারছিনা। মিথুন

Mehedi Haque said...

mithun vai, aro dui page baranor chesta korteci. R golpota ei blog er draft e paben. Scale er jhamela duita page e beshi hocce, mainly 4 number e.

Post a Comment

disclaimer